শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিদ্যালয় ভবনের ছাদ ঘেঁষে বিদ্যুৎ সঞ্চালন লাইন

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নির্মাণ কাজে স্থবিরতা, ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের জীবন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ভবন ঘেঁষে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইন স্থাপিত হওয়ায় দ্বিতল ভবনের কাজ স্থবির হয়ে পড়াসহ কোমলমতি শিশুদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জানা গেছে, শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় শিক্ষানুরাগীরা ১৯৯১ সালে মধ্য কঞ্চিবাড়ি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। সরকারিভাবে বিদ্যালয়ে ৩ কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ হবার কিছুদিন পর ভবনের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইন স্থাপন করেন। এ অবস্থা চলতে থাকায় বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। নব্য জাতীয়করণকৃত বিদ্যালয়টিতে ৩ শতাধিক শিক্ষার্থী থাকায় সরকার সাড়ে ২৬ লাখ টাকা ব্যয়ে শ্রেণিকক্ষ সম্প্রসারণের জন্য দুই কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের কাজ হাতে নেয়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান আশরাফ টেড্রার্স কাজ শুরু করলে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইন অপসারণ না করায় নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম সোলায়মান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সঞ্চালন লাইনটি সরানোর প্রক্রিয়া করা হলেই তা সরানো হবে। উপজেলা প্রকৌশলী আবুল মনছুর জানান, সঞ্চালন লাইনটি স্থানান্তর করা না হলে গোটা ভবনটিই ঝুঁকিপুর্ণ। প্রধান শিক্ষক শাহ্ আবু রায়হান জানান, সঞ্চালন লাইনটি স্থানান্তর করার জন্য দীর্ঘদিন থেকে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোন সুফল পাওয়া যাচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন