মান সম্মত শিক্ষা ছাড়া উন্নত জাতী হওয়া সম্ভব নয়। গতকাল রোববার সকাল ১১ টায় ভোলার লালমোহনে হাজী মো. নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ‘নবীন বরণ-২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে এসব কথা বলেন, মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভোলা-৩ আসনের এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি আরো বলেন, শিক্ষা ছাড়া কেউ উন্নত হতে পারে না। তাই মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। তিনি প্রতি বাজেটে শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষার উন্নয়নে বেশী বরাদ্ধ দিয়ে থাকেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মমিন টুলু, ভোলা জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। উপস্থিত ছিলেন- লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, তজুমুদ্দিন উপজেলা চেয়ারম্যান দুলাল মিয়া, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভুমি) মো. জাহিদুল ইসলাম, ওসি মাকসুদুর রহমান মুরাদ ও ভোলা জেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এ সময় নবীনদের ফুল দিয়ে বরণ করে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কলেজ ড্রেস, ব্যাগ, বই বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন