সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যুবক অন্তঃসত্ত্বা!

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশ যাবেন সে জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস ‘বি’র পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন দাউদকান্দি উপজেলার বাসিন্দা মো. সবুজ মিয়া (২৫)। তবে নমুনা পরীক্ষা ফলাফলের প্রতিবেদনে যা এসেছে, তা নিয়ে বিব্রত ওক্ষুব্ধ তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে এ প্রতিবেদন দেয়া হয়। সবুজ মিয়া ইনকিলাবকে জানান, লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর অংশ হিসেবে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য গত ১ মার্চ রক্তের নমুনা দেন। ৩ মার্চ ফলাফল দেয়া হয়। প্রতিবেদনে বলা হয় তিনি ‘অন্তঃসত্ত্বা। এখন পর্যন্ত সেটি সংশোধনের ব্যবস্থাও করা হয়নি। প্রতিবেদনে স্বাক্ষর করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন। তিনি ইনকিলাবকে বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল করে এমন প্রতিবেদন দেয়া হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, হেপাটাইটিস বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন