পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন আর খয়রাতি রাষ্ট্র নয়। বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রে বিশ্বে পরিচিত। পঞ্চাশ ষাট বছর আগে পৃথিবীর মানুষ বাংলদেশকে ছিনতনা। এই বাংলাদেশ ছিল অন্য দেশের আন্ডারে। আমাদের স্বাধীনতা ছিলনা। স্বাধীনতা না থাকায় আমরা ছিলাম মর্যাদা বিহীন, লাঞ্চিত ও বঞ্চিত। সেখান থেকে আমাদেরকে মুক্তি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালি দেশে পরিণত করেছেন। জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা যারা কাজ করি তারা কাজ করে আনন্দ পাই। আমাদের উদ্দেশ্যে সুন্দর, মহৎ ও গগণতান্ত্রিক। গতকাল রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, বঙ্গবন্ধু ম্যুড়ালসহ ৯টি কাজের উদ্বোধন ও ২৯টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা আ.লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. শাহ ফরিদ, নাজমিন হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামসুল ইসলাম প্রমুখ। এসময় মানপত্র পাঠ করেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী।
আরও বক্তব্য রাখেন, পৌর আ.লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, দশঘর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হোসেন, খাজাঞ্চি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সদর ইউনিয়ন আ.লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন