শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সুন্দরগঞ্জে পেনশনের টাকা ছিনতাই

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে পেনশনের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ফলগাছা (শিমুলতলী) গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মৃত আব্দুল লতিফ আকন্দের স্ত্রী মোছা. ছালেহা বেওয়া সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখা হতে পারিবারিক পেনশনের ১৮ হাজার টাকা উত্তোলন করে ওয়েটিং রুমে তার পুত্রবধূর জন্য অপেক্ষা করছিলেন। ওয়েটিং রুমে আগে থেকে বসে থাকা ছিনতাইকারী টাকাটা ঠিক আছে কিনা তা গণনা করার জন্য ছালেহার হাত থেকে উত্তোলিত টাকা নিয়ে কৌশলে দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় ছালেহা বেওয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক জ্যোতিময় বর্মণ টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পেনশনভোগী ছালেহাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান ছালেহা বেওয়ার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন