শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিদেশী পিস্তলসহ বগুড়ায় গ্রেপ্তার বিহারী মিথুন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ২:৩৯ পিএম

বগুড়ার শহর থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ একাধিক মামলার ১ আসামীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মিথুন খান ওরফে মিথুন বিহারী।

সোমবার বিকেল পৌণে ৫টার দিকে শহরের আটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্রের উৎসের খোঁজে জিজ্ঞাসাবাদ চলছে।

মিথুনের বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অপহরণ, মাদক ও একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে বলেও তিনি জানান। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন