শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নলতায় বার্ষিক ওরস শুরু

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা শরীফে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফি-সাধক পীরে কামেল আরেফ বিল্লাহ শাহসুফি খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.)-এর ৫৮তম বার্ষিক পবিত্র ওরস ১১, ১২, ১৩ মার্চ চলবে। আর এ উপলক্ষে- নলতা মাহফিল মাঠ, খানার মাঠ, রাস্তা-ঘাট, ফুটবল মাঠের দোকানপাট, রন্ধনশালা, ভক্তবৃন্দের আবাসন ব্যবস্থা, গেট, প্যান্ডেলসহ নলতা শরীফ এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী অনুষ্ঠিতব্য ৫৮তম বার্ষিক ওরস ও মাহফিল আলোচনা করবেনÑ ১১ মার্চ শুক্রবার বিকালে পীরে কামেল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী (পীর সাহেব, গাছতলা দরবার শরীফ, চাঁদপুর), মুফতি মোহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী, কাদেরিয়া তৈয়েবিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা, অ্যাড. হাফেজ মাওলানা মুফতি নুর মোহাম্মদ আল ক্বাদেরী (খতিব ও পেশ ইমাম, ঐতিহ্যবাহী সওদাগর জামে মসজিদ, হবিগঞ্জ), মুফতি শাইখ মোহাম্মদ উসমান গনী (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইন্সটিটিউট অব সুফীজম, ঢাকা)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন