শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধামরাইয়ে সাংবাদিকেরসহ দুটি মোটরসাইকেল চুরি

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১১:৩৫ এএম

ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ বাবুর বাড়ির গেইটির তালা ভেঙ্গে দুটি দামী মোটরসাইকেল নিয়ে গেছে।

আজ ভোররাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদি গ্রামে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের ডাক্তার আব্দুর রাজ্জাকের বাড়িতে ভোর রাতে বিল্ডিংয়ের গেইটের তালা ভেঙ্গে ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ বাবুর হোন্ডা সিপিআর ও ভাড়াটিয়া সুমনের ইয়ামাহা আর ওয়ান-৫ মোটর সাইকেল নিয়ে গেছে। সকালের দিকে গেটের তালা ভাঙ্গা এবং মোটর সাইকেল না দেখে হতভম্ব হয়ে পড়ে সাংবাদিকপরিবার।
সকালের দিকে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে সাংবাদিক আহাদ বাবু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার (ওসি) অপারেশন নির্মল কুমার দাস বলেন অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এর পূর্বে ও বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হলেও কোনটিই উদ্ধার করতে পারেনি পুলিশ।

শুধু তাইনয় গত ২৩ ফেব্রুয়ারী রাতে উপজেলার বৈন্যা গ্রামে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর আপন ভাই সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটে। স্বর্ণালংকারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট হয়। প্ ১৫ অতিবাহিত হলেও মালামাল উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন