শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বোদা ইউনিয়ন তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা

পঞ্চগড়ের বোদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. জয়নুল হকের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। তিনি খারিজে সরকারের নির্ধারিত ফি’র চেয়ে দুই গুণের বেশি অর্থ নিয়ে দুর্নীতির পাহাড় গড়েছেন। তাছাড়াও খাজনা আদায় ও জমাজমির নানা রকম তদন্তে অনিয়ম, দুর্নীতি, তদন্তের নামে হয়রানি ভয়ভীতি ও হয়রানিসহ অনিয়মের নানাবিধ অভিযোগ রয়েছে। পাশাপাশি জমা-জমির দাগ, খতিয়ান যাচাই-বাছাই পরিদর্শনে জমির মালিকদের নিকট টাকা হাতিয়ে নেয়া নিত্যদিনের ব্যাপার। সূত্র মতে, একটি খারিজে সরকারের নির্ধারিত ফি ১১৫০ টাকা। অথচ সেখানে নেয়া হয় ৩ থেকে ৪ হাজার টাকা। এছাড়া ত্রুটিপূর্ণ দেখিয়ে ওই খারিজেই ১০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ নেয়া হয়। নাম না প্রকাশের শর্তে একজন জমির মালিক বলেন, জয়নুল হক তহশিলদার একজন ধূরন্দর ব্যক্তি টাকা ছাড়া কিছুই বোঝেন না। তিনি নানা কায়দা-কৌশলে বছরে লাখ লাখ টাকা পকেটস্থ করেন। তার আচরণ চাকরি শৃঙ্খলা পরিপন্থী। এ ব্যাপারে তার সাথে কথা বললে, তিনি বলেন এডিসি, ডিসি আমার পকেটে। আমি টাকা নেই, আর না নেই তাতে আপনাদের হিসাব দেব কেন। টাকা যদি নিয়ে থাকি তাদের হিসেব দেব। আমি সরকারের চাকরি করি। তহশিল অফিসে দুর্নীতি হবে না, তো কোথায় হবে। আমি আপনাদের ভয় করি না। যান লেখেন, আমার উপরে লোক আছে। তাদের টাকা দিলে কিছুই হয় না। সাংবাদিকদের কাজ নেই, তো তারা খালি খুঁচিয়ে বেড়ায়। বলে তিনি রাগান্বিত হয়ে ওঠেন। তার দাম্ভিকতা নজিরবিহীন তার বিরুদ্ধে তদন্তের দাবি করেছে জমি মালিক ও সচেতন নাগরিকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন