শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নওয়াপাড়ায় চলছে হোটেল রেস্টুরেন্টে ধর্মঘট

অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরের খাবার হোটেল ও রেস্টুরেন্টগুলোতে চলছে ধর্মঘট। সন্ত্রাসীরা গত শুক্রবার সন্ধ্যায় নওয়াপাড়ার সাতক্ষীরা প্লাসের দুই শ্রমিককে মারধরের ঘটনায় হোটেল শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়। নওয়াপাড়া হোটেল কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গতকাল শনিবার সকাল থেকে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রেখে শ্রমিক-কর্মচারীরা যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেছে। কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ জানান, গত শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা প্লাসের কর্মচারী ইমদাদুল ইসলাম ও রিপন গাজীকে সন্ত্রাসীরা বেদম মারপিট করে এবং পাশের বিসমিল্লাহ হোটেলে গিয়ে সেই হোটেলের কতিপয় কর্মচারী ও মালিককেও তারা লাঞ্ছিত করে। এর প্রতিবাদে আমরা শনিবার দিনব্যাপী নওয়াপাড়া শহরের সকল হোটেল-রেস্টুরেন্টে কাজ বন্ধ রেখে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন করছি।
এ প্রসঙ্গে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে আবদুস সালাম রাজিব নামের একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন