সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ী মহল্লায় শিশু বলৎকারের ঘটনা ভিডিও করাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ রাতেই শামীম হোসেন নামের একজনকে আটক করেছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দত্তবাড়ী মহল্লার আব্দুস সোবহান (৬০) নামের এক ব্যক্তি একই এলাকার মিশন সেখ (১০) নামের এক শিশুকে রোববার রাত ৭টার দিকে কৌশলে পার্শ্ববর্তী আলিয়া মাদ্রাসার ভেতরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। বলাৎকারের পর সোবহান ছেলেটিকে দুই হাজার টাকা দিয়ে বিষয়টি প্রকাশ করতে নিষেধ করে। কিন্তু ছেলেটি টাকা না নিয়ে বাড়িতে গিয়ে এ ঘটনা তার পরিবারের লোকজনকে জানিয়ে দেয়। ঘটনাটি স্থানীয় সেলুন শ্রমিকের ছেলে সোহাগ সেখ মুঠোফোনে ভিডিও করে। সোমবার রাতে ৮টার দিকে এ ঘটনা জানাজানি হলে সোবহানের ভাতিজা শাহীন রেজাসহ কয়েকজন ওই ছেলেকে মারার জন্য গেলে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ফোনে ভিডিও ধারণকৃত ছেলের বড়ভাই কামরুল হাসানকে ছুরিকাঘাতসহ চারজনকে আহত করা হয়। কামরুলকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শাহীনের বড়ভাই শামীম হোসেনকে আটক করে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) বাসুদেব সিন্হা বলেন, বিষয়টি এলাকাবাসী আপোষ মীমাংসার উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একজনকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন