সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সউদীতে একদিনে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

সউদী আরবে শনিবার একদিনে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে যা সংখ্যায় পুরো গত এক বছরের তুলনায় বেশি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাত দিয়ে বিবিসি বলছে, এদের মধ্যে ইয়েমেন এবং সিরিয়ার নাগরিকও রয়েছেন। এছাড়া ইসলামিক স্টেট গোষ্ঠী, আল-কায়েদা, হুথি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যও ছিলেন। মৃত্যুদন্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ থেকে বিপথগামিতা- এ রকম নানা ‘জঘন্য অপরাধের’ অভিযোগ ছিল বলে এসপিএ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সউদী আরবে প্রায়শই অনেকে ন্যায়সংগত বিচার প্রক্রিয়ার অধিকার পান না। এসপিএ বলছে, মোট ১৩ জন বিচারক এই ব্যক্তিদের বিচার করেছেন এবং তারা তিন ধাপের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন। মৃত্যুদÐপ্রাপ্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনা ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের টার্গেট করা, হত্যা, অপহরণ, ধর্ষণ এবং চোরাচালানের মাধ্যমে সউদী আরবে অস্ত্র প্রবেশ- এ রকম নানা ধরনের অভিযোগ ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, বিশ্বে যে সব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদÐ কার্যকর হয়ে থাকে সউদী আরব তাদের মধ্যে অন্যতম। শীর্ষ পাঁচটি দেশের তালিকায় রয়েছে চীন, ইরান, মিশর এবং ইরাক। সউদী আরবে জনসম্মুখে মৃত্যুদÐ কার্যকর করার রীতি প্রচলিত রয়েছে। গত বছর সউদী আরব ৬৯ ব্যক্তির মৃত্যুদÐ কার্যকর করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২০ সালে সবচেয়ে বেশি মৃত্যুদÐ কার্যকর করা হয়েছে ইরানে। এসপিএ, বিবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন