মোটরপাম্প দিয়ে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তৈয়ব দেওয়ান (৩৮) নামের এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে স্ত্রী ও শিশু সন্তান আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব বাহেরচর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব বাহেরচর গ্রামের মৃত্যু রফিক দেওয়ানের ছেলে।
প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানান, পুকুরে সেচ দেয়ার জন্য বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে পুকুর পারে মোটরপাম্প বসায় তৈয়ব। পানি সেচের এক পর্যায়ে মোটর বন্ধ হয়ে গেলে ঠিক করার জন্য হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন