শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিন শতাধিক দোকানপাট ও বাসা গুঁড়িয়ে দিলো রেল কর্তৃপক্ষ

সরিষাবাড়ি (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

জামালপুরের সরিষাবাড়িতে গতকাল রোববার দুপুরে রেল স্টেশন এলাকায় আ.লীগ সরিষাবাড়ি শাখার প্রধান কার্যালয়সহ তিন শতাধিক দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ভেঙে গুড়িয়ে দিল রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা (ভূমি) মো. শফিউল্লাহ, সরিষাবাড়ির সহকারী কর্মকর্তা ভুমি (বর্তমানে ইউএনও) এর দায়িত্বে ফায়জুল ওয়াসীমা নাহাত, মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সরিষাবাড়ি থানার সেকেন্ড অফিসার বশির আহম্মেদসহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তাগন। বাংলাদেশ রেলওয়ে ও সরিষাবাড়ি থানার প্রায় শতাধিক পুলিশকে সাথে নিয়ে রেল কর্তৃপক্ষ বীর দর্পে সরিষাবাড়ির রেলওয়ের প্রায় ৫০ একর জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করে। এ দিকে রেলওয়ের হঠাৎ এ ভাঙচুরে সরিষাবাড়ির কয়েক হাজার লোক ভিটে মাটি ছাড়াসহ অসহায় হয়ে পড়ে। সরিষাবাড়ি রেলওয়ের জায়গা জমি ভেঙে রেল দখল করায় ক্ষতিগ্রস্থরা কোথায যাবে কি করবে মর্মে জানতে চাইলে সরিষাবাড়ির সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভাঙচুর বিষয়ে আমার কোন মন্তব্য নেই। এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন