বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার ১৭ রাশিয়ানের সম্পদ জব্দ করলো জাপান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১:৪১ পিএম

রাশিয়ার আরও ১৭ জন ধনকুবের ও কর্মকর্তা সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এদের মধ্যে ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গ ও তার পরিবারের সদস্যরাও রয়েছেন। আর বাকি ১১ জন রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা’র সদস্য। ইউক্রেনে সেনা অভিযানের প্রতিবাদে এ পর্যন্ত ৬১ রাশিয়ান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। -আল জাজিরা

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের নিউজ বুলেটিন লাইভের সময় ‘যুদ্ধ চাই না’ প্লাকার্ড নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন চ্যানেলটির একজন কর্মী। আর এমন সাহসী কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি সেই রাশিয়ানের প্রতি কৃতজ্ঞ, যে আসল সত্যটা চেপে যায়নি। যে মিথ্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করে, সত্য কথা বলে। তার প্রকৃত বন্ধু ও ভালোবাসার মানুষদের প্রতিও আমি কৃতজ্ঞ। জেলেনস্কি আরও বলেন, ‘বিশেষভাবে টিভি স্টুডিওতে ঢুকে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করা ওই নারীকে ধন্যবাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন