শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আত্মহত্যা প্ররোচনাকারীদের গ্রেফতার ও বিচার দাবি

জামালপুরে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

জামালপুরের মেলান্দহে স্কুল ছাত্রী আশামনির আত্মহত্যা প্ররোচনাকারী স্বপনের সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আশামনির নিজ গ্রাম মেলান্দহের শাহজাতপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্বজন ও গ্রামবাসীরা। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হলে সেখানে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আশামনির বাবা আবু সাঈদ, চাচা নাজমুল মোল্লা, আমজাদ হোসেন ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েলসহ অনেকেই।
বক্তারা বলেন- আশামনির আত্মহত্যার প্ররোচনাকারী স্বপন গ্রেফতার হলেও তার কিছু সহযোগী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অতি দ্রæত স্বপনের সহযোগীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের যাবার হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে স্কুল ছাত্রী আশামনির স্বজন, সহপাঠীসহ পাঁচশতাধিক গ্রামবাসী অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন আশামনির স্বজনেরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন