ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওই অগ্নিকাÐের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টিম প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে গত সোমবার রাতে বাজারের চুরি মহালের ব্যবসায়ীরা সারাদিন বেচা-কেনা শেষে দোকান বন্ধ করে যান। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিটে একটি দোকান থেকে হঠাৎ আগুন লেগে চারিদিকে চড়িয়ে পড়ে। এসময় বাজারের ব্যবসায়ীরা সেই আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে না আনতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়ার দু’টি ফায়ার সার্ভিসের টিম এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন