শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাটির তৈরি পরিত্যক্ত কক্ষে চলছে পাঠদান

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা

নওগাঁর রানীনগর উপজেলার একডালা ইউপি’র শিয়ালা উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকটের কারণে পরিত্যক্ত মাটির কক্ষে চলছে পাঠদান। মাটির দুটি পরিত্যক্ত কক্ষসহ মোট ছয়টি কক্ষে প্রতিদিন গাদাগাদি করে পাঠগ্রহণ করছে বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীরা। পরিত্যক্ত ভবন যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছেন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অবিভাবক ও সচেতন মহল। এছাড়াও পরিত্যক্ত মাটির ভবনের দরজা-জানালা, ছাউনির টিন নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের বেঞ্চসহ সকল কিছু দিন দিন হারিয়ে যাচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা, উপজেলার প্রত্যন্ত এই এলাকায় তৎকালীন কিছু শিক্ষানুরাগী ব্যক্তির উদ্যোগে ১৯৬৯ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই সময় মাটির ৩টি কক্ষ নির্মাণ করে পাঠদান কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে বিদ্যালয়ে প্রতিদিন ২৮০ জন শিক্ষার্থী প্রতিদিন বিদ্যালয়ে পাঠগ্রহণ করছে। কিন্তু বর্তমানে বিদ্যালয়ে কক্ষের সংকট। যার কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ পরিত্যক্ত এই মাটির কক্ষে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন। প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সরকার জানান, বর্তমানে প্রত্যন্ত এলাকার এই বিদ্যাপিঠ নানা সমস্যায় জর্জরিত। কক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে পরিত্যক্ত মাটির ভবনের ২টি কক্ষ সংস্কার করে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিনিয়ত শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে পাঠগ্রহণ করতে বাধ্য হচ্ছে। কক্ষের সংকটের কারণে একই কক্ষে গাদাগাদি করি পাঠ গ্রহণ করছে শিক্ষার্থীরা। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এই বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন