শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বসতবাড়ি ভাঙচুর করে জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

উপজেলার বোরকান মনিপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিনের বসতবাড়ি ভাঙচুর করে জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে বোরকান মনিপুর গ্রামের প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার বাদি হয়ে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের আশুলিয়াপাড়া গ্রামের মৃত আ: মালেকের পুত্র সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিন ৫ বছর পূর্বে বোরকান মনিপুর গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র আজগর আলীর কাছ থেকে প্রায় সাড়ে চার শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করছিল। নাসির উদ্দিন প্রবাসে যাওয়ার পূর্বে ওই জমির বাড়িঘর ভাড়াটিয়াদের কাছে ভাড়া দিয়ে প্রবাসে চলে যান। নাসিরের স্ত্রী তানিয়া আক্তার জানান, ওই এলাকার শৈলেন চন্দ্র বর্মণের পুত্র শিপন চন্দ্র বর্মণ তার স্বামীর মালিকানাধীন জমি জবরদখলের চেষ্টা শুরু করে। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ করেও মীমাংসা হয়নি। গতকাল বুধবার শিপন ভাড়াটিয়া লোকজন নিয়ে নাসিরের বাড়ির ভাড়াটিয়াদের বের করে দিয়ে বসতবাড়ি ভাঙচুর করে নিজের নামে সাইনবোর্ড টানিয়ে দখল করে নেয়। নাসিরের স্ত্রী তানিয়া আক্তার অভিযোগ করেন, আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শিপন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি জবরদখল করেছে। এ ব্যাপারে অভিযুক্ত শিপন চন্দ্র বর্মণের সাথে যোগাযোগ করলে তিনি নাসিরের জমি জবরদখলের কথা অস্বীকার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন