শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

’৯০-এর চেতনায় আরেকবার গণঅভ্যুত্থান ঘটাতে হবে

গাবতলীতে পৌর বিএনপির সম্মেলনে আমান

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ্ আমান বলেছেন, এদেশে আরেকবার ৯০-এর চেতনায় গণঅভ্যুত্থান ঘটিয়ে এই অবৈধ আ.লীগ সরকারেক উৎখাত করতে হবে। কারণ এই আ.লীগ সরকার বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছিলো। গত শনিবার বগুড়ার গাবতলী পৌরসভাধীন তরফসরতাজ মাদরাসা মাঠে আয়োজিত পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও মেয়র রেজাউল করিম বাদশা। পৌর বিএনপির আহবায়ক ছাবেদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্মআহবায়ক এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য আলী আজগর তালুকদার হেনা, এমআর ইসলাম স্বাধীন, মোর্শেদ মিল্টন, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন- জেলা মহিলাদলের যুগ্মসাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক, এমআর ইসলাম রিপন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দজামান মানিক ও আতিয়ার রহমান আতোয়ার। সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা আনোয়ার হোসেন। এ সময় বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে গোপন ব্যালটের ভোটে কায়দুজ্জোহা টিপু সভাপতি, আব্দুর রহিম পিন্টু সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন