অবৈধ ট্রলি চাপায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক দুলাল ফরাজীর স্ত্রী শিল্পী আক্তার (৪০) নিহত হওয়ার ঘটনায় অপরাধীদের বিচার, অবৈধ ট্রলি চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কাছিপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগন। আমাদের কাছিপাড়া সামাজিক সংগঠনের ব্যানারে গতকাল রোববার সকাল ১০ টায় কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রী কলেজ, আনারকলি মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব কাছিপাড়া দুরুসুন্নত দাখিল মাদরাসা ও কাছিপাড়া চৌমুহনী বাজারে এ কর্মসুচী পালন করা হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী ওই সমানববন্ধন কর্মসূচীতে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি-পেশার কয়েকশত লোক অংশ গ্রহন করেন। এ সময়ে বক্তব্য রাখেন. কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম, আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম হারুন, পূর্ব কাছিপাড়া দুরুসুন্নত দাখিল মাদরাসার সুপার আ,খ,ম শহিদুল ইসলাম(সহিদ) ও কাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল আক্তার প্রমুখ। উল্লেখ, গত শুক্রবার সকালে কাছিপাড়া গ্রামের সামছুল হক মেম্বর বাড়ির সামনের সড়কে ট্রলির চাপায় পিষ্ট হয়ে নিহত হন আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দুলাল ফরাজীর স্ত্রী শিল্পী আক্তার(৪০)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন