বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নলছিটিতে নৌপথে নিরাপত্তার দাবিতে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

প্রতিটি নৌযানে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে লাইফ জ্যাকেট ও ফায়ার বল নিশ্চিত করণের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানবন্ধন করেছেন স্থানীয়রা।
গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলা শহরের বিজয় উল্লাস চত্ত¡রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি এমভি ফারহান লঞ্চের ধাক্কায় বালিভর্তি একটি জাহাজের সুগন্ধা নদীতে ডুবে যায়। এছাড়াও গত ডিসেম্বর ২০২১ এ এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাÐে ৪৮ জন নিহত হয়। আহত হয়েছেন শতাধিক মানুষ। এরপর মামলাসহ তদন্ত কমিটি করা হলো কিন্তু তদন্ত বা মামলা কি নিহতদের ফিরিয়ে দিতে পারবে? যারা একমাত্র সন্তান হারিয়েছেন তিনি কি সেই সাত রাজার ধন সন্তান ফিরে পাবেন? নৌপথের সকল যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ও ফায়ার বল প্রতিটি নৌযানে রাখার প্রস্তাব তুলে ধরেন মানবন্ধনে অংশগ্রহনকারীরা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার‘র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বালী তাইফুর রহমান ত‚র্য, এফএইচ রিভান, আনিসুর রহমান, মেহেদী হাসান মৃধা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন