শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা

গাজীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

গাজীপুর মফিজ উদ্দিন নামে এক রিকশা চালক তার স্ত্রী সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর লাশ দুটি ঘরে রেখে তালা দিয়ে সে পালিয়ে যায়। গত রোববার রাতে গাজীপুর মহানগরের বোর্ডবাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহিমা (৩৮) ও তার ছেলে রোকন (১৭)। পুলিশ জানায়, গত রোববার দিনগত রাত ১টার দিকে বোর্ডবাজারের কলমেশর এলাকার নাছিরের বাড়ির ভাড়াটিয়া রিকশা চালক মফিজ উদ্দিন (৫৫) নিজ ঘরে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। মফিজ উদ্দিন টাঙাইল জেলার মধুপুর এলাকার মৃত আজহার আলীর ছেলে।
নিহত রহিমার স্বজনরা জানান, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি করতেন তারা। বিভিন্ন সময় স্ত্রী-সন্তানকে মারধর করতেন মফিজ। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসেন মফিজ উদ্দিন। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজ। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করেন। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান মফিজ উদ্দিন। গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন