আর কয়েকদিন পর শুরু হবে পবিত্র মাহে রমজান মাস। এ উপলক্ষে ৮০০’র বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।
গত মঙ্গলবার কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। গতকাল থেকেই এই মূল্যছাড় কার্যকর হয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।
এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, গোশত, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল পণ্য প্রভৃতি। সূত্র : দ্য পেনিনসুলা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন