শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাঘের আক্রমণে মৌয়াল নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে সোলায়মান শেখ (৪০) নামে এক মৌয়াল নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। নিহত সোলায়মান শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদাড়া গ্রামের আনসার শেখের ছেলে।

বনবিভাগ জানায়, গত ২০ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের পাশ নিয়ে ৫ জনের একটি দলের সালে সুন্দরবনে প্রবেশ করেন সোলায়মান।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোয়ালামান নামের একজন বাঘের আক্রমণে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লাশ উদ্ধার করে লোকালয়ে আনার প্রচেষ্টা চলছে। সরকারি নিয়ম অনুযায়ী তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সাথে তার পরিবার সরকার প্রদত্ত সহযোগিতা পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন