শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সৎ নেতার খোঁজে আ.লীগ

লক্ষ্য আগামী নির্বাচন

ইয়াছিন রানা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:১২ এএম

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দল গুছিয়ে নতুন উদ্যোমে আগামী নির্বাচনে চতুর্থ বারের মত জয় ছিনিয়ে আনতে চায় দলটি। তাই দলের দুর্নীতিবাজ, বিতর্কিত, অপরাধ প্রবণ, দলীয় কোন্দনে জড়িত, কমিটিতে পদ বিক্রিকারী, নেতাকর্মীদের সাথে খারাপ আচরণকারী নেতাদের বাদ দিয়ে সৎ ও দক্ষ নেতৃত্ব দিয়ে দল সাজাচ্ছে আওয়ামী লীগ। এ নিয়ে জেলা উপজেলায় সম্মেলন কর্মযজ্ঞ চলছে। আগামী ঈদ উল আযহার আগে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলায় সম্মেলন শেষ করবে দলটি। এ লক্ষ্যে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় নেতারা; নিয়মিত চলছে ভার্চুয়াল মিটিং। এছাড়া বছরের শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নতুন উদ্যোমী কমিটির মাধ্যমে আগামী নির্বাচনে জয় ছিনিয়ে আনতে প্রস্তুত হবে ক্ষমতাসীনরা। আগামী নির্বাচনে দলের বিতর্কিত এমপিদের মনোনয়ন না দিয়ে সৎ, যোগ্য, জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে বলে জানিয়ে দলটির হাই-কমান্ড।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক ইনকিলাবকে বলেন, বিতর্কিতদের বাদ দিয়ে জেলা-উপজেলায় কমিটি হচ্ছে। এটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা যে, আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল কিছু জানেন, খোঁজ খবর রাখেন। কেউ দলের ক্ষতি করে, দুর্নীতি করে পার পাবেন না।

এরই অংশ হিসেবে ঝিমিয়ে পড়া জেলা-উপজেলাকে উদ্দীপ্ত করতে নতুন নেতৃত্ব আনা হচ্ছে। সম্প্রতি পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, কক্সবাজার, পঞ্চগড় জেলাসহ আরও অন্তত অর্ধশত উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে আরও প্রায় ১০টি জেলার সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। নাটোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম শিমুল এমপির পরিবর্তে সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম কামাল হোসেন ইনকিলাবকে বলেন, যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, বিস্তর অভিযোগ রয়েছে তা যাচাই বাছাই করে ওই নেতাদের সম্মেলনে প্রার্থীতা থেকেই বাদ দেয়া হচ্ছে। এছাড়াও যারা প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযোগ আছে কী না তা সম্মেলনের মাঠেই কর্মীদের কাছে জানতে চাওয়া হচ্ছে। যার ফলে সচ্ছ, সৎ ও দক্ষ নেতৃত্ব উপহার দিতে পারছি আমরা।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর ২০১৯ সালের সেপ্টম্বর মাস থেকে শুরু হয় শুদ্ধি অভিযান। তখন থেকে দলের ভিতরে রাজনৈতিক দুবৃত্তরা পর্দার আড়ালে চলে যায়। তখন স্বেচ্ছাসেবক লীগ থেকে সভাপতি মোল্লা মো. আবু কাওছার সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুবলীগ থেকে চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে দল ও সম্মেলনের সকল কার্যক্রম থেকে বাদ দেয়া হয়। ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দুর্নীতির দায়ে অব্যহতি দেয়া হয়। গ্রেফতার হন যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূইয়া, এনামুল হক আরমান, জি কে শামীম, কৃষক লীগ নেতা শফিকুল আলম, মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু, রুপম ভুঁইয়া এবং অনলাইন ক্যাসিনো এর মূল হোতা সেলিম প্রধান। পরবর্তীতে পাপিয়া, রিজেন্টের সাহেদকে গ্রেফতার করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা উপজেলায় শুদ্ধি অভিযান চালাচ্ছে আওয়ামী লীগ। কোন বিতর্কিত নেতাকে পদ দেয়া হচ্ছে না। এছাড়া কোন্দন নিরসনে কাজ করছে কেন্দ্রীয় আটটি টিম। যেখানে কোন্দন নিরসন হচ্ছে না সেখানে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়ে আসা হচ্ছে। তবে এ কাজ সামাল দিতেও অনেক কাঠখোড় পোহাতে হচ্ছে নেতাদের। সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, কেউ সম্মেলন করতে চায় না। জোর করে সম্মেলন করতে হয়। সম্মেলন না হলে বর্তমান নেতারা আরো কিছু সময় থাকতে পারেন তাই তারা সম্মেলন করতে চান না। কোন্দল মেটাতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে। রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ হয়েছে। এর জেরে দুটি মারধরের ঘটনা ঘটেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর (সদ্য বহিষ্কৃত) সমর্থকদের মধ্যে মারামারি হয়।

সূত্র জানায়, মারামারি বা অন্য কোন সমস্যা হোক সম্মেলন বন্ধ রাখবে না আওয়ামী লীগ। মাঠের সমস্যা মাঠেই সমাধান করে কমিটি করার নির্দেশনা দিয়েছেন হাইকমান্ড। এর ধারাবাহিকতায় ৩১ মার্চের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ১২টি উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ মে মাগুরা, ১৪ মে মেহেরপুর, ১৫ মে চুয়াডাঙ্গা এবং ১৬ মে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের ৫টি সাংগঠনিক জেলা রয়েছে। এর মধ্যে চারটির সম্মেলন হয়েছে। এই বিভাগে সুনামগঞ্জ জেলার সম্মেলন বাকি আছে। রোজার পরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছেন। মাঝখানে আবার রোজা আছে। এজন্য হয়তো আরেকটু সময় লাগতে পারে। তবে আমরা তিন মাস টার্গেট করেই কাজ করছি। এই সময়ের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা সম্মেলন করব। এর মধ্য দিয়ে আমরা দলকে আরও সুসংগঠিত করে ঢেলে সাজাব। তিনি আরও বলেন, ভোটের রাজনীতিতে তো জনসমর্থন সবচেয়ে বড় কথা। সামনে যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা সেটা মাথায় রেখেই জাতীয় সম্মেলনসহ অন্য কাজগুলো করছি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, আগামী জাতীয় সম্মেলনের প্রস্তুতি আমরা শুরু করেছি। এর মধ্য দিয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছি। আশা করি- আগামী ডিসেম্বরে, আমাদের জাতীয় সম্মেলনের আগেই আমরা সব মেয়াদোত্তীর্ণ সংগঠনের সম্মেলন শেষ করতে পারব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নবমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হন। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। তিন বছর মেয়াদি এই সম্মেলনের মেয়াদ শেষ হবে এ বছর ডিসেম্বরে। আগামী ২০২৩ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের লক্ষ্য আগেভাগেই জাতীয় সম্মেলনের মাধ্যমে দলকে ঢেলে সাজানো। এরপর এক বছর নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। জাতীয় সম্মেলনের এই প্রস্তুতির সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সামনে আরও বেশি কিছু কাজ করতে হবে। সম্মেলন ও দল গোছানোর পাশাপাশি নির্বাচনি ইশতেহার প্রণয়ন, দলীয় প্রার্থী বাছাই, প্রশিক্ষিত এজেন্ট তৈরিসহ নানা কাজে মনোযোগ দিতে হবে তাদের।

কার্যনির্বাহীর চার পদ পূরণ করবে আ.লীগ : এদিকে আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় ২২তম জাতীয় কাউন্সিলের পূর্বেই শূন্য হয়ে থাকা কার্যনির্বাহী কমিটির সদস্য পদগুলো পূরণ করার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে শূন্য পদে রাজনীতিক কর্মীর চেয়েও আমলা, ব্যবসায়ী ও ব্যাংকাররা আসতে পারেন বলে ক্ষমতাসীন দলটির একাধিক সূত্র জানিয়েছেন। এ তালিকায় আলোচনায় আছেন, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর এনআই খান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক এপিএস আলাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান, ঢাকা-১০ আসনের এমপি সফিউল ইসলাম মহিউদ্দিন, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান নাফিস সারাফাত।

জানা গেছে, আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশন শেষে ৮১ সদস্যের কমিটির কয়েকজনের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য সংখ্যা অনুমোদন হয় ২৮ জনের। কাউন্সিলের দিন কমিটি ঘোষণা হলেও বেশ কয়েকটি সদস্য পদ শূন্য ছিল। এরপর প্রথমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে দলে অর্ন্তভুক্ত করা হয়। তারপর আজিজুস সামাদ আজাদ ডন ও সৈয়দ আব্দুল আউয়াল শামীমকে সদস্য হিসেবে নির্বাচিত করেন দলের হাইকমান্ড। গঠতন্ত্র অনুযায়ী সদস্য পদ পূরণ হলেও করোনা আক্রান্ত হয়ে মারা যান পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তারা দুই জনেই আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। তাদের মৃত্যুতে দুইটি পদ শূন্য হয়েছে। অন্যদিকে বছরের ১৯ নভেম্বর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে তিন জনকে প্রেসিডিয়াম সদস্য করে দলে অন্তর্ভুক্ত করেন। তারা হলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রেসিডিয়াম পদে পদোন্নতি হওয়া কার্যনির্বাহী সদস্য পদে দুই পদ শূন্য হয়। সব মিলিয়ে বর্তমানে দলের চারটি শূন্য রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
মনি ২৬ মার্চ, ২০২২, ১২:২০ পিএম says : 0
সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবা কোথা? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবা কোথা?
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ২৬ মার্চ, ২০২২, ২:৩৫ এএম says : 0
বঙ্গবন্ধুর বিশালাকার রাজনৈতিক ব‍্যাক্তি। বাংলাদেশের স্থপতির সংগ্রামী জীবন। নৈতিকতা আদশ‍্যে চরিত্রে মানবতায় বঙ্গবন্ধুর প্রতি মানুষের গভীর শ্রদ্ধাবোধ কে তৃণমূল পযর্ন্ত পৌছানোর দায়িত্ব নিতেহবে।বঙ্গবন্ধুর শহীদি পরিবারের রক্তাক্ত বাংলাদেশ বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল শেখ জামাল অবুঝশেখ রাসেল করুন হ্নদয় নিংডানো আর্তনাদ ছিলোআমি মায়ের কাছে যাব হায়েনার দল শিশু রাসেল কে পযর্ন্ত ছাড়েনি। ক্ষতবিক্ষত ৩২ নম্বর বাংলাদেশ দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের কবলে ইতিহাস বিক্রীত করে বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে চিত্র বিচিত্র মনগড়া কল্পকাহিনী বানিয়ে বঙ্গবন্ধুর সাথে থেকে খেয়ে পড়ে বঙ্গবন্ধুর বুক চূর্ণবিচূর্ণ করে নিমক হারামির দল বিশ্বাসঘাতকতা চরম সিমা অতিক্রম করেছে।বঙ্গবন্ধুর জীবনের সংগ্রামের নৈতিকতা আদশ‍্য তৃণমূলে পৌছানোর দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধু সাগর বঙ্গবন্ধুর দর্শন বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন বাংলাদেশের জন্যেই। মানুষের কাছে শক্তিশালী ভাবেই প্রতিষ্টিত করতে হবে বঙ্গবন্ধুর তেজূদিপ্ত রাজনৈতিক স্রোতধারা বঙ্গবন্ধু কন‍্যার বিশ্বে প্রভাবশালী নেতাদের একজন। নিজ যোগ্যতা বলে নেতৃত্বে দেশীয় ভাবে বহু আন্তর্জাতিক সম্মান মর্যাদাবান পুরুস্কার প্রাপ্ত তৃণমূল মূলে পৌছানোর দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধুর কন‍্যার উন্নয়ন অগ্রগতির ভীষণ ভিশনারি লিডারশিপে ক‍্যারেশম‍্যাটিক নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ ৪১সালের আগেই উন্নয়নশীল দেশের কাতারে যাবেন।বাংলাদেশের মানুষের কাছে শক্তিশালী অর্থনৈতিক শক্তির কান্ডারী উন্নয়ন অগ্রগতি বিশ্বের প্রভাবশালী নেতা মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প নেতা বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী আর একজন আসবেন না।বাস্তব সত্যি কথা দেশের বুদ্ধিজীবী শিক্ষক ছাত্র যুবক সর্বস্তরের মানুষের কাছে পৌছানোর জন্যে শক্তিশালী কর্মসূচি নিতে হবে। শ্রমজীবী সাধারণ মানুষের মন জয় করতে হবে। দেশের সকল সিটি কর্পোরেশনে এলাকায় বঙ্গবন্ধুর কন‍্যার বিশালাকার কর্মযজ্ঞ আন্তর্জাতিক চ‍্যালেঞ্জ ও বাংলাদেশের বিষ্ময়কর অগ্রগতি উন্নতির চিত্রপ্রকাশের মাধ্যমে ভোটার দের বঙ্গবন্ধুর কন‍্যার শ্রম মেধা যোগ্যতা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র যুবকের নতুন কর্মসংস্থানের মহাপরিকল্পনার ভীষন পৌছানোর দায়িত্ব নিতে হবে। রাজনীতি রাজনীতিবিদের হাতেই নিরাপদ। গনতন্ত্রে কখনো সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত বাংলাদেশে প্রতিষ্টিত হয়নী। একমাত্র আওয়ামীলীগ ৩৭/৩৮% ভোটের রাজনীতিতে এগিয়ে। শহর থেকে তৃণমূল বাংলাদেশের সকলস্তরের পেশাজীবীদের মাঝে সচেতন মানুষের মাঝে দেশ জাতির কাক্ষিত উন্নয়ন অগ্রগতির একমাত্র নিরাপদ নেতৃত্বর কান্ডারী বঙ্গবন্ধুর কন‍্যার হাতেই নিরাপদ জনগণের পৌছানোর দায়িত্ব সৎ ত‍্যাগি নেতৃত্বের উপর। বাংলাদেশের বিদুৎ পরিপূর্ণ স্বপ্ন নয় বাস্তব। রুপপুর পারমানবিক মেগা প্রকল্প ডিজিটাল বাংলাদেশ। আকাশ বিজয়ের বাংলাদেশের। এককোটি বিশলক্ষ বর্গকিলোটারের অধিক সাগর সম্পদের বাংলাদেশ। ব্লুইকোনমি প্রতিষ্টার মহাপরিকল্পনায় বাংলাদেশ। বিশ্বব‍্যাক আইএমএফ ও দাতা সংস্থার কঠিন চ‍্যালেঞ্জ পদ্ধাসেতু হবেনা। ঋন দেওয়ার দূন্নীতিল অজুহাত। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক চ‍্যালেঞ্জ গ্রহণ করে ঘোষণা পদ্ধাসেতু বাংলাদেশের অর্থদিয়েই হবে। এই বিশালাকার মর্যাদাপূন‍্য কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে বিশালাকার সম্মান দিবেন। এই আন্তর্জাতিক চ‍্যালেঞ্জের মাধ্যমে আজকের পদ্ধাসেতূ দৃশ্যমান পৌছাতে হবে মানুষের কাছে। শান্তিরজন্যে শান্তিতে পরপর দূটি আন্তর্জাতিক পুরুস্কার থেকে বঞ্চিত হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। পার্বত্য চট্টগ্রামের যুদ্ধ পরিস্থিতি সেনাবাহিনী উপজাতির মধ্যে প্রতিদিন রক্তক্ষয়ী যুদ্ধ লাশের পরলাশ জাতীয় আন্তর্জাতিক গনমাধ‍্যমে শিরোনাম হতো।শান্তির পায়রা উড়িয়ে বাংলাদেশের দশ ভাগের শান্তি প্রতিষ্টার জন্যে বাংলাদেশের মানুষ আশাবাদী ছিল এই দেশের প্রধানমন্ত্রী নোবেলপ্রাইজ পাবেন।শান্তির নোবেল প্রাইজ সুদের শান্তির মধ্যে ডুপে গেল।পাশ্ববর্তী মায়ানমার রোহিঙ্গাদের উপর বার্মার সামরিক জান্তার ভয়ানক গনহত‍্যা ও আগুনের লেলিহান শিখা মানুষের গগনবিদারী আর্তনাদ কিয়ামতের মত যন্ত্রণা পৃথিবীর সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় সামনে এই জঘন্যতম বর্বরতা ক্ষতবিক্ষত রক্তাক্ত শিশু নারী পুরুষ বৃদ্ধা যুবকের লক্ষ লক্ষ মানুষের কাফেলা বাংলাদেশের দিকে এই দশ লক্ষের অধিক মানুষের স্থানদিয়ে আন্তর্জাতিক গনমাধ‍্যমে দেশে বিদেশে মাননীয় প্রধানমন্ত্রী কে অত্যন্ত মর্যাদা সম্মানিত করেছেন। আমরা দরে নিয়েছি নিশ্চিতরূপে এবারে বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শান্তিতে নোবেলজয়ী নোবেল প্রাইজ পাবেন। ষড়যন্ত্রকারীদের কারণে শতভাগ নোবেলজয়ী বঙ্গবন্ধুর কন‍্যা আন্তর্জাতিক ভাবে পেলেন। বিশ্ব মানবতার মা। তৃণমূল পযর্ন্ত পৌছানোর মত শতশত উপাদান আওয়ামীলীগের আছে প্রচারণায় ইউটিউবের মাঝে সোশ্যাল মিডিয়াতে আওয়ামীলীগ কে রাষ্ট্রের নির্বাহী প্রধান কে সেনাবাহিনীর পুলিশ বাহিনীর প্রধান কে গুরুত্বপূর্ণ মানুষ গুলো নিয়ে কি পরিমাণ মিথ্যাচার জঘন্যতম ভয়াবহ শব্দের পর শব্দ ব‍্যবহার হচ্ছে একেবারেই ফ্রি ষ্টাইলে এই গুলো কিসের আলামত। আওয়ামীলীগ শরীর গন্ডালের চামড়ায় আবৃত কেন? এটিই আওয়ামীলীগের বিপদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের তীব্র রাজনৈতিক প্রতিবাদমুখর কোন কর্মসূচি নাই কেন? আগামী নির্বাচনের আগে ভয়ানক কল্পকাহিনীর চিত্রনাট্য আওয়ামীলীগ বিরুদ্ধে প্রচন্ড প্রচার হবে একদম সুজা উত্তর বন্ধ করুন রাষ্ট্রীয়ভাবে এইসব প্রচারণার সিষ্টেম গুলো। সৎ নেতা সৎ নেতৃত্ব আগামী নির্বাচন কঠিন যাত্রার চ‍্যালেঞ্জ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী গৌরব উজ্জল উন্নয়ন অগ্রগতি ভবিষ্যতের বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হবে হওয়ার পথে। পৃথিবীর মাঝে বাংলাদেশের আর্তমর্যাদশীল পরিচিতির রুপকার শক্তিশালী বাংলাদেশের প্রতিষ্টাতা বঙ্গবন্ধুর কন‍্যার জন্যে। আবার ও বিরাট বিজয় হবে। প্রযোজন তৃণমূল শক্তিশালী করা। সালামান্তে ওমানের বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি। চলবে।
Total Reply(0)
Nazmul Islam Shaheen ২৬ মার্চ, ২০২২, ৬:০৭ এএম says : 0
লোম বাঁচতে কম্বল নাশ!!
Total Reply(0)
মোহাম্মদ জয়নাল আবেদীন ২৬ মার্চ, ২০২২, ৬:০৭ এএম says : 0
এখন যারা আছে তারা কি তাহলে অসৎ?
Total Reply(1)
Harunur rashid ২৬ মার্চ, ২০২২, ৮:০১ এএম says : 0
It is very obvious they are not truthful.
Sumon Khan ২৬ মার্চ, ২০২২, ৬:০৭ এএম says : 0
খুঁজে পাইলে খবর দিয়েন লোকজন নিয়ে দেখতে যাব।
Total Reply(0)
মনিরুল ইসলাম ২৬ মার্চ, ২০২২, ৬:০৮ এএম says : 0
দল থেকে তেলবাজদের অপসারণ করলে জনপ্রিয়তা ফিরে পাবে
Total Reply(0)
হাদী উজ্জামান ২৬ মার্চ, ২০২২, ৬:০৯ এএম says : 0
দলকে জনপ্রিয় করতে হলে সত নেতার কোনো বিকল্প নেই।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন