বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাত দফা দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
গণমাধ্যমের স্বাধীনতাসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মানবতা তরুণ সংস্থা নামের একটি স্থানীয় বেসরকারি সংগঠন। মানবতা তরুণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানবতা তরুণ সংস্থার সদস্য রাসেল মোল্লা, নাজমুল হাসান ও আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতাসহ সরকারের কাছে সাত দফা দাবি জানান। দাবিগুলো হলো- গণমাধ্যমের স্বাধীনতা, সকল গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা , মিথ্যা পরিকল্পনা করে নিরপেক্ষ গনণমাধ্যমকে বন্ধকরা চলবে না, সত্য প্রকাশে গণমাধ্যমের উপর হস্তক্ষেপ বন্ধ করতে হবে, সত্য প্রকাশে গণমাধ্যম কর্মিদের নিরাপত্তা, গণমাধ্যম কর্মীদের হত্যা বন্ধ এবং হত্যাকারীদের চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন