শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চবিতে ৫০ মুক্তিযোদ্ধা পেল সম্মাননা

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ৭:২৬ পিএম

স্বাধীনতা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন বীর মুক্তিযোদ্ধা জহুর আহমেদ চৌধুরী (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল ওহাব (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল হারুন (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম. এ. হান্নান- (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা এম. এ. মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম.কফিল উদ্দীন (মরণোত্তর) বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী (বাবু) (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সার (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দ আহম্মেদ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুর, বীর মুক্তিযোদ্ধা এস.এম. ইউসুফ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল-হারুন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোবারক, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম এম.পি, বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্মি, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মো. নঈম উদ্দীন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মাঈনুদ্দিন, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বীর প্রতীক (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা ফরহাদ-উদ-দৌলা (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রভাষ কুমার বড়ুয়া (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন মাহমুদ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আহমদ (মরণোত্তর)।

প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতারের। যাতে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন