বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গোপালগঞ্জে সংগীত প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ও সুরারোপিত গান বিষয়ক সংগীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কর্মশালার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি জনাব নাজমুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রাখাল ঠাকুর, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু, কোষাধ্যক্ষ শিব শংকর অধিকারী, ঢাকা থেকে আগত প্রশিক্ষক এম.এ. মোমেন, তালযন্ত্রী স্বপনসহ আরো অনেকে। কর্মশালাটি জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রে গত শনিবার থেকে শুরু হয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা থেকে আগত এম.এ. মোমেন। গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে প্রায় ৬৫ জন শিক্ষার্থী এ কর্মশালা অংশ গ্রহণ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন