মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লাভজনক হওয়ায় ফুল চাষে ঝুঁকছে রাজবাড়ীর চাষীরা

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : ফুল চাষ লাভজনক হওয়ায় রাজবাড়ীর কৃষকরা দিন দিন ঝুঁকছে ফুল চাষে। ফুল চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছে রাজবাড়ীর অনেক কৃষক। অল্প জমিতে স্বল্প খরচে বেশি আয় করার জন্য কৃষকরা আবাদ করছে ফুল। দামও পাচ্ছে ভাল আগামীতে ফুলের চাষের মাধ্যমে বেকার সমস্যা দূর করা সম্ভব বলে মনে করছে কৃষকরা। সারা বছর ফুলের কদর থাকলেও ফেব্রুয়ারি মাসে ফুলের চাহিদা থাকে সবচেয়ে বেশি। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালো বাসা দিবস। এই দিনে প্রেমিক-প্রেমিকাদের কাছে ফুলের কদর থাকে সবচেয়ে বেশি। কাছের মানুষকে আর যাই হোক কম করে হলেও একটি ফুল দেওয়া চাই। এরপর আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিনেও ফুলের কদর থাকে বেশি। তাই রাজবাড়ীর কৃষকরা ফেব্রুয়ারি মাসে ফুল বিক্রি করে বেশি টাকা আয় করছে। কৃষকরা জানান ফুল চাষে যে পরিমাণে খরচ হয় লাভ হয় তার থেকে অনেক বেশি। আবার বিক্রি করার জন্য তেমন কোন ঝামেলা পোহাতে হয় না তাদের। ফুলের দোকানদারদের খবর দিলে ভালো মূল্য দিয়ে বাড়ি থেকে ফুল নিয়ে যায়। আগামীতে অন্যান্য আবাদের চেয়ে ফুলের আবাদ বেশি করবেন বলে আশা করছেন তারা। রাজবাড়ীতে গত বছর থেকে শুরু হয়েছে গ্লাডিওলাস ফুলের চাষ। লাভজনক হওয়ার এটি চাহিদা বেশি। এছাড়াও রজনীগন্ধ্যা, গাদা, গোলাপসহ নানা প্রকার ফুলের চাষ হচ্ছে। রাজবাড়ীর ফুল চাহিদা মিটিয়ে ঢাকায়ও রপ্তানি করা হচ্ছে। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজবাড়ী জেলায় এ বছর ১০ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। জেলার শতাধিক কৃষক বাণিজ্যিকভাবে এই ফুলের আবাদ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন