শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কলারোয়ায় ড্রেন থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

সাতক্ষীরার কলারোয়ায় একটি কুল বাগানের ড্রেন থেকে সাচিতা হোসেন সেজুতি নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাস্টারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাচিতা হোসেন সেঁজুতি জালালাবাদ গ্রামের কৃষক সোহরাব হোসেন পলাশের মেয়ে। সে কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। মেয়েটির বাবা সোহরাব হোসেন পলাশ জানান, গত রোববার তার মেয়ে স্কুলে গিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। সারাদিন তাকে না পেয়ে রাতে তিনি কলারোয়া থানায় জিডি করেন। তিনি আরও বলেন, আমার মেয়ের সাথে প্রতিবেশি আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমানের সাথে এক বছর আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। আব্দুর রহমান কলারোয়া সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে। এনিয়ে শালিস-বিচারও হয়েছে। আমি তাদের এই সম্পর্ক মেনে নেইনি। ধারণা করছি, আব্দুর রহমান আমাকে শিক্ষা দিতে মেয়েকে হত্যা করেছে।
কলারোয়া থানার ওসি নাসিরউদ্দীন মৃধা জানান, তার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার আলামত মিলেছে। ধারণাকরা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। মেয়েটির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার হত্যাকারীদের ধরতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন