বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিশ্বনাথে বিধবাকে হামলার মামলায় প্রভাবশালী কারাগারে

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

সিলেটের বিশ্বনাথে বিধবা, ভূমিহীন এক নারীকে হামলার মামলায় মাফিজ আলী নামের এক প্রভাবশালিকে কারাগারে পাটিয়েছে আদালত। গত রোববার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামি মাফিজ আলী উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাপাড়া গ্রামের আব্দুস সোবহান তুফানির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রসেন কান্তি চক্রবতি। জানা যায়, দীর্ঘদিন ধরে রামপাশা কোনাপাড়া গ্রামে সরকারি ভুমিতে দুই ছেলে-মেয়ে নিয়ে বসবাস করে আসছেন বিধবা নারী শিশমা বেগম (৩০)। এই ভুমি থেকে শিশমা বেগমকে উচ্ছেদ করতে নানা নিপিড়ন নির্যাতন করছেন প্রতিপক্ষ। গত ২২ মার্চ সকালে ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে মাফিজ আলী গংরা বিধবা শিশমা বেগমের উপর হামলা চালায়। এতে ওই নারী গুরুত্বর জখম হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই নারীর ভাসুর মস্তাব আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। এই মামলার হাজিরা দিতে সিলেট আদালতে যান ৫ আসামির মধ্যে ৪ জন। আদালত ৩ জনের জামিন মঞ্জুর করেছেন এবং ২ নং আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন