শ্রীনগরে ২টি ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। গত সোমবার বিকালে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ উপজেলার কোলাপাড়া ও বালাসুর এলাকা থেকে ড্রেজার দুটি উচ্ছেদ করেন।
সম্প্রতি কোলাপাড়া এলাকা থেকে কোলাপাড়া ইউপি সদস্য মাহবুব ও গত ইউপি চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট পরিচালিত ড্রেজারটি সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ এর নির্দেশে উচ্ছেদ হয়। কিন্তু এর ২ দিন পরই তারা পেশী শক্তির বলে পুনরায় ড্রেজারটি চালু করে। ড্রেজার বন্ধের দাবিতে গত ২৭ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন নবেল হাসান নামে ওই এলাকার এক বাসিন্দা। পরে সোমবার বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারের প্রায় ২০টি পাইপ ধ্বংস করে দেয়া হয়। পরে বালাসুর শিশু পরিবার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলীর মালিকানাধীন ড্রেজারের পাইপ ধ্বংস করার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ। এসময় বেশ কয়েকটি পাইপ ধ্বংস করা হয়। শ্রীনগর উপজেলা সহকারী (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, অবৈধ ড্রেজার ধ্বংসের প্রক্রিয়া চলমান থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন