পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াতলী ইউপির হাড়িপাড়া গ্রাম থেকে প্রতারক সুজন প্যাদা ও আরিফ খানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুপুরে কলাপাড়া পল্লী বিদ্যুতের ডেপুটি জোনাল ম্যানেজার সজীব পাল বাদী হয়ে তিনজনের নামে কলাপাড়ায় থানায় একটি মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিদুৎ সংযোগ স্থাপনের নাম করে বালিয়াতলী এলাকার গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে আসছে। এছাড়া টাকা উত্তোলনের সময় প্রতারকরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে রশিদ দিয়ে আসছিলো। বিষয়টি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নজরে আসলে তারা থানায় মৌখিক অভিযোগ করেন। পরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান,তারা প্রতারক চক্র। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন