কবি আরিফ মইনুদ্দীন এর ঢাইস কবিতা সংকলন। পরিপাটি কবিতা দিয়ে বইটি সাজানো। কবিতার মানও চমৎকার। শুরু হয়েছে কবির ভূমিকা (কিছু কথা) দিয়ে। তার পর সূচি। ১৩৫ পৃষ্ঠার কাব্য সংকলন।
দ্য গ্রেট, দিয়ে শুরু হয়েছে সূচি। এটি একটি চমৎকার কবিতা।
যেমন-“আমি ভাবি -- প্রার্থনার আসমান জমিন এবং মধ্যেবর্তী এর সবকিছু
সারল্যের কপাট খুলে খুঁজে এক সরলকে”।
সরলতার যে গুরুত্ব, তা কবি সুন্দর ভাবে এ পঙতিতে উঁচিয়ে ধরেছেন।
আরেক কবিতায় গুপ্ত যা কিছুতে রয়েছে--
“অদৃশ্য পর্দা সরিয়ে তিনিও এসে দাঁড়াবেন সম্মুখে/
যদি ভাগ্যবান হই সেদিনই হবে দৃশ্যন্তর গমন”
মহা ভাগ্যবান, তার আরেকটি কবিতা।
প্রথম পঙতি চমকে দেবার মতো--
“নিজেকে দেখি নি বলেই
চিনেছি নিজেকে”
সত্যি অসাধারণ উচ্চারণ। কবিকে স্যালুট।
এ-ইতো মহাবিস্ময়,এটাও মুগ্ধ করার মতো কবিতা।
“মানুষ আবৃদ্ধ জরাগ্রস্ত”
এসব পঙতি পাঠককে দারুণ ভাবাবে। মূলত
দর্শন এখানে দুর্দান্ত খেলা দেখিয়েছে।
বইয়ের অন্য সব কবিতা গুলোও সুন্দর মান সম্পন্ন। সব কবিতায় ভাবনাময়। শিখার অনেক কিছু রয়েছে। হালের বহু কবির কবিতায় এসব নেই।
কবি ও তার কবিতার সাথে বহু আগে থেকে আমি পরিচিত। হৃদয় খোলা মানুষও বটে। সেই সত্য পদ্য ফুলের মতো তার সৃষ্টিতে উজ্জ্বল।
দ্যা গ্রেট, বের করেছে অন্য প্রকাশ। ৩৮/২-ক বাংলা বাজার। একুশে বইমেলা-- ২০২২।
কাভারঃ মাসুম রহমান।
মূল্য ঃ ৩২৫ টাকা (৯ মার্কিন ডলার)।
দ্য গ্রেট, এবার বই মেলার উল্লেখ যোগ্য কবিতার বই। ছাপা,কাগজ, কাভার, কবিতার মান-- সব কিছু মিলিয়ে অসাধারণ বলা যায়। ভালোবাজার কাম্য।
শাহীন শিপন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন