শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দাবিকৃত চাঁদা না দেয়ায় ড্রেজারের বুস্টার ও পাইপ উপড়ে ফেলার অভিযোগে মামলা

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় চাঁদাবাজদের দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি আবাসন প্রকল্পের ড্রেজারের বুস্টার ও পাইপ উপড়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় চাঁদাবাজরা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। গত ৬ নভেম্বর রোববার রাতে উপজেলার বাড়িয়াছনি এলাকার জলসিঁড়ি নামে আবাসন প্রকল্পে ঘটে এ ঘটনা। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে ড্রেজার ব্যবসায়ী আরিফ হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো- উপজেলা নাওড়া এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মোজারুল, মোতালিব মিয়ার ছেলে বদিউল আলম বদি, মোশারফ হোসেন, ইছাখালী এলাকার আব্দুল খালেকের ছেলে রাসেল, গোলাপ শাহ’র ছেলে আলমগীর। মামলার বাদী আরিফ হোসেন জানান, বাড়িয়াছনি এলাকার জলসিঁড়ি নামে আবাসন প্রকল্পে ড্রেজারের বুস্টার ও পাইপ ফেলে দীর্ঘদিন ধরে বালু ভরাট করে ব্যবসা পরিচালনা করে আসছেন। মোজারুল, বদিউল আলম বদি, মোশারফ হোসেন, রাসেল ও আলমগীরসহ তাদের লোকজন আরিফ হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। দাবিকৃত চাঁদার টাকা দেয়া না হলে সুষ্ঠু ভাবে ড্রেজারের বুস্টার ও পাইপ ফেলে বালু ভরাটের ব্যবসা করতে দিবে না বলেও হুমকি প্রদান করা হয়। গত ৬ নভেম্বর রোববার রাত ৮টার দিকে মোজারুল, বদিউল আলম বদি, মোশারফ হোসেন, রাসেল ও আলমগীরসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনের একদল সন্ত্রাসী পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িয়াছনি এলাকার জলসিড়ি নামে আবাসন প্রকল্পে স্থাপিত ড্রেজারের বুস্টার ও পাইপ উপড়ে ফেলে দেয়। এতে করে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আরিফ দাবি করেন। এ সময় সন্ত্রাসীরা পিস্তল দিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে এবং দাবিকৃত চাঁদার টাকা না দিলে ড্রেজারের বুস্টার ও পাইপে আগুন লাগিয়ে দেয়া হবে বলেও হুমকি প্রদান করে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পাঁচ দিনেও সন্ধান মেলেনি কিশোরের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজী আলভী (১৬) নামে এক বাক-প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৫ দিন পরও ওই কিশোরের কানো খোঁজ মেলেনি। গত ৭ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় কাজী আলভী। নিখোঁজ কাজী আলভী ওই এলাকার কাজী অরুনের ছেলে। নিখোঁজ কিশোরের চাচা কাজী আক্তার জানান, তার ভাতিজা কাজী আলভী একজন বাক-প্রতিবন্ধী কিশোর। সোমবার দুপুরে কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। আত্মœীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কাজী আলভীকে পাওয়া যায়নি। পরে ৯ নভেম্বর বুধবার সকালে চাচা কাজী আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বাক-প্রতিবন্ধী কিশোরের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন