শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কুস্তির কমনওয়েলথ গেমস প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ৮:৪৯ পিএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ কুস্তি ফেডারেশন। এবার নিয়ে তৃতীয়বারের মতো কমনওয়েলথ গেমসে খেলবেন বাংলাদেশের কুস্তিগীররা। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে চলছে বার্মিংহাম কমনওয়েলথ গেমসগামী বাংলাদেশ দলের আট কুস্তিগীরের অনুশীলন। এখান থেকে চারজনকে বার্মিংহামে পাঠানো হবে। অনুশীলনরত কুস্তিগীররা হলেন- ৫০ কেজিতে বাংলাদেশ আনসারের নদী চাকমা, ৫৭ কেজিতে একই সংস্থার রুপালী আক্তার, ৬৮ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর তিথী রায় ও আনসারের দোলা বেগম, ৯৭ কেজিতে আনসারের রাকিবুল খান ও লিটন বিশ্বাস, ৮৬ কেজিতে বিজিবির আবদুল রশিদ হাওলাদার এবং ৭৪ কেজিতে সেনাবাহিনীর আনোয়ার হোসেন। চুড়ান্ত দলের সঙ্গে বার্মিংহাম যাবেন কোচ একে মোবিন। তবে বাদ পড়াদের হতাশা হওয়ার কিছু নেই। বাকিরা যাবেন তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমসে। এ প্রসঙ্গে কুস্তি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ শুক্রবার বলেন, ‘প্র্যাকটিস পার্টনারসহ আট জনকে ক্যাম্পে রাখলেও আমরা চারজনকে পাঠাবো বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। বাকিরা যাবে ইসলামিক সলিডারিটি গেমসে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন