ফেনী জেলা সংবাদদাতা
ফেনীতে প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাত করে বহাল তবিয়তে রয়েছে জামাই শাশুড়ি। এ বিষয়ে ভুক্তভোগিরা গত বুধবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করেছে। পারুল আক্তার ও তার অপকর্মের সহযোগী মেয়ের জামাতা নাসির প্রতারণা করে বিভিন্ন সময়ে নানা রকমের লোভনীয় অফার দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। কখনো জিনের বাদশা সেজে গুপ্তধন দেবার নাম করে, কখনো আমেরিকা, ইতালি পাঠাবে বলে আবার কখনো পুলিশে কিংবা সরকারি চাকরি দেবার নাম করে প্রতারণা করে বেড়াচ্ছে তারা। নাছির নিজেকে জেলার, কখনো পুলিশ অফিসার ও কখনো জেল সুপার হিসেবে পরিচয় দিলেও বাস্তবে সে ১ জন কারারক্ষী। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে চাকরি করছে। ফেনী মডেল থানার ওসি মাহবুুব মোর্শেদ বলেন, স্থানীয় কাউন্সিলর আগেও শালিস করেছেন, তিনি বিষয়টি ভালো বলতে পারবেন। কাউন্সিলর বাহারের কাছে ফোন করা হলে তিনি বলেন, বিষয়টি সমাধানে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাদীদের সম্মতিতে আসামিদের থানা থেকে ছাড়িয়ে আনা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন