পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা উত্তর শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ কলেজ জামে মসজিদ সংলগ্ন রাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেট এলাকায় পথসভায় মিলিত হয়।
ছাতক উপজেলা উত্তর তালামীযের সভাপতি হাফেজ শাহ জাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, দারুল হাদিস সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, আল ইসলাহর কেন্দ্রিয় তথ্য ও গবেষণা সম্পাদক, বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক ও কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, গাবুরগাঁও দাখিল মাদরাসার সুপার মাওলানা কামরুজ্জামান, কেন্দ্রিয় তালামীযের সহ-প্রচার সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন