মাগুরা সরকারি কলেজ চত্বরে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরা আতর্কীত হামলা চালায়। এসময় গুরুতর আহত হয় মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক টিপু সুলতান। গতকাল শনিবার সকালে দেশব্যাপী দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মিছিল বের করা হয়। মিছিলে হামলা ও ছাত্র নতা টিপু সুলতানকে মারাত্মক আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি এড. ওয়াসিকুর রহমান কল্লোল, বিএনপি সদর উপজেলার সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার, যুবনেতা সৈয়দ মিল্টন আলী, যুবদলের যুগ্ম আহবায় আমিরুল ইসলাম, যুবনেতা আলী হোসেন, ছাত্রনেতা অনিক কবীর, সাবেক সংসদ সদস্য মমতা কবীর।
নেত্রীবৃন্দ এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। এ ব্যাপারে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বীর কাছে জানতে চাইলে সে জানায় এ ঘটনায় ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। ছাত্রদলের নিজেদের মধ্যে গোলযোগ হয়েছে বলে শুনেছি। মাগুরা থানার ওসি নাসির উদ্দিন জানান, ছাত্রদল কলেজে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন