শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দিতে বলেছেন প্রধানমন্ত্রী ইমরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ২:০৪ পিএম | আপডেট : ৭:০৮ পিএম, ৩ এপ্রিল, ২০২২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, রোববার জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন, তিনি প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দিয়েছেন।

জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি, যিনি আজকের অধিবেশনের সভাপতিত্ব করছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পর তার ঘোষণাটি এসেছে, এটিকে সংবিধানের ৫ অনুচ্ছেদের বিরোধী বলে অভিহিত করেছেন। তিনি অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার জন্য জাতিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ডেপুটি স্পিকার ‘শাসন পরিবর্তনের প্রচেষ্টা (এবং) বিদেশী ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন’।

প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি উদ্বিগ্ন অনেক লোকের কাছ থেকে বার্তা পেয়েছেন, তিনি যোগ করেছেন যে, জাতির সামনে ‘বিশ্বাসঘাতকতা’ করা হচ্ছে। ‘আমি বলতে চাই, ‘ঘাবরানা না হ্যায়’ (চিন্তা করবেন না) পাকিস্তানের ওপর আল্লাহ দেখছেন।’

তিনি বলেছিলেন যে, তিনি প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দিয়ে লিখেছেন। তিনি যোগ করেছেন যে, গণতন্ত্রপন্থীদের জনগণের কাছে যেতে হবে এবং নির্বাচন হওয়া উচিত যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে, তারা কাকে ক্ষমতায় চায়। সূত্র: ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মাসুদ রানা ৩ এপ্রিল, ২০২২, ৩:৩০ পিএম says : 0
আলহামদুলিল্লাহ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন