শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সবজি ক্ষেতে অজগর

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। গত শনিবার বিকেলে ওই গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির সবজি ক্ষেত থেকে উদ্ধার করে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার জানান, দেলোয়ার হোসেনের সবজি ক্ষেতের বেড়ার জালে সাপটি আটকে পড়ে। পরে সেটি দেখে বাড়ির লোকেরা ওয়াইল্ড টিমের সদস্য সোলায়মান হোসেনকে খবর দেন। পরে সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন উদ্ধারকারীরা। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. সাদিক মাহমুদ জানান, অজগরটি ওয়াইল্ড টিমের সদস্যরা উদ্ধার করেছে। ১০ ফুট লম্বা এবং ১২ কেজি ওজনের সাপটি বিকেল ৫টার দিকে স্টেশনসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন