রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কৃষি জমির মাটি বিক্রির অভিযোগে জরিমানা

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি জমির মাটি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। জানা যায়, গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে তোফাজ্জল (২৫) নামের ভেকু ড্রাইভারকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করেন। জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তবে স্পটে গিয়ে কাউকে আমরা পাইনা। সবসময় সটকে পড়েন। গত শনিবার দিবাগত মধ্যরাতে ভেকু ড্রাইভার তোফাজ্জল ও মাটি ব্যবসায়ী দুলাল সূত্রধরকে এলাকাবাসী আটকে রেখে খবর দেয়। তবে দুলাল সূত্রধর সটকে পরে। ওই সময় ভেকু ড্রাইভার তাফাজ্জলকে উপজেলায় ধরে নিয়ে আসি। গতকাল ভোর রাত তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেই।
তোফাজ্জল শিবালয়ের আটঘর, তেওতা এলাকার হযরত আলীর ছেলে। দুলাল সূত্রধরের নির্দেশে তোফাজ্জল ভেকু দিয়ে মাটি কাটে বলে জান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন