রমজানের প্রথম দিনেই রাজধানীতে অনেক বাসায় চুলা জ্বলেনি। ঘণ্টার পর ঘণ্টা রান্নাঘরে কাটিয়েও প্রয়োজনীয় রান্নাটা সারতে হিমশিম খেয়েছেন গৃহিণীরা। কারণ, সরবরাহ লাইনে গ্যাসের সংকট। এ নিয়ে ক্ষোভ আর সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
হঠাৎ করে কেন গ্যাসের এই সমস্যা- সেই প্রশ্নের উত্তর না পেয়ে উদ্বেগ আর সমালোচনার মাত্রা বাড়তে থাকে। অবশেষে সমস্যাটার নেপথ্য কারণ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে জানিয়ে দিয়েছে, ১০ এপ্রিলের আগে সংকট কাটবে না।
দিনভর ভোগান্তি শেষে রোববার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে হঠাৎ করে সমস্যা তৈরি হওয়ায় তার প্রভাব পড়ে সারা দেশ, বিশেষত রাজধানীর গ্যাস সরবরাহ ব্যবস্থায়। শেভরন পরিচালিত এই গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন