কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে আবারো একটি মৃত কচ্ছপ। এটির আনুমানিক ওজন ২০ থেকে ২৫ কেজি। গত রোববার দুপুরের দিকে সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় এ কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে এ কচ্ছপটি মাটি চাপা দেয়। এ কচ্ছপটি অর্ধগলিত এবং এটির পেটে ডিম ছিলো। উপকূলে ডিম ছাড়তে এসে জেলেদের জালে আটকে এটি মারা যেতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কি কারনে মারা গেছে সেটা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কচ্ছপটি জোয়ারের তোরে ভেসে এসে সৈকতে আটকা পরে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। যাতে পরিবেশের দুর্গন্ধ না ছাড়ায় এজন্য এটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়। এটি নিয়ে এবছর কুয়াকাটা সৈকতে মোট ৫ টি মৃত কচ্ছপ ভেসে আসে। এগুলো ডিম পাড়ার জন্য তীরে আসার পথে জেলেদের জালে আঘাত পেয়ে মারা যেতে পারে বলে ধারনা করেছে মৎস্য গবেষক সহ স্থানীয়রা।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। কচ্ছপের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন