রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিশ্বনাথে দু’পক্ষের প্রতিবাদ সভা : সংঘর্ষের আশঙ্কা

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

সিলেটের বিশ^নাথে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী হাতে উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে প্রকাশ্যে জুতাপেটা করে লাঞ্চিতের ঘটনায় দু’পক্ষই এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে একই সময়ে পৌর শহরে তারা প্রতিবাদ সভা ডেকেছে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। জানা গেছে, উপজেলা বিএনপির সম্পাদক লিলু মিয়াকে লাঞ্চিতের ঘটনায় গত রোববার রাতে অলংকারি ইউনিয়নের ৪টি গ্রামের লোকজনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নবাসীর উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরে প্রতিবাদ ও মিছিল আহবান করা হয়। উপজেলার সর্বস্তরের জনসাধারনকে এই প্রতিবাদে অংশ নেয়ার আহবান জানান সভার সভাপতি পৌদনাপুর গ্রামের শালিশ ব্যক্তিত্ব ও ওয়ার্ড আ.লীগের সভাপতি মতছিন আলী। এদিকে, একই সময় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী।
গত ১ মার্চ সন্ধ্যায় বিশ^নাথ পৌরশহরে পুরান উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে প্রকাশ্যে জুতাপেটা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় শনিবার বিকেলে বিশ্বনাথ থানায় বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে মারপিটে জখম ও চুরির মামলা দায়ের করেন উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক লিলু মিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন