শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পটিয়ায় মহাসড়কে দুঘর্টনা রোধে মেয়রের উদ্যোগ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ইন্দ্রপুল এলাকায় দুঘর্টনা রোধকল্পে লবনের পানি সরাতে পদক্ষেপ গ্রহণ করেছেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, পানি ছাড়া লবনের মাঠ থেকে লবণ আনার ব্যবস্থা করা, লবণের গাড়ি দাঁড়ানোর জন্য ইন্দ্রপুল এলাকায় মহাসড়কের পাশে এপ্রোচ সড়ক সৃষ্টি করা। এপোচ সড়ক না হওয়া পর্যন্ত লবণের গাড়ি বিসিকের জায়গায় পার্কিং করা। লবণ পরিমাপের জন্য আধুনিক স্কেল ব্যবহার করা। এ সিদ্ধান্তগুলো বাস্তবায়নের লক্ষ্যে গতকাল (মঙ্গলবার) পটিয়া পৌর মিলনায়তনে লবন মিল মালিকসহ প্রশাসনের লোকজন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, ট্রাফিক পরিদর্শক এস.এম জিল্লুর রহিম, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর শফিকুল আলম, মহিলা কাউন্সিলর ইয়াছমিন আক্তার, বুলবুল আক্তার, ফেরদৌস বেগম, লবণ মিল মালিক সমিতির সহ-সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই। পটিয়া থানার ওসি রেজাউল করিম জানান, সিদ্ধান্ত যারা অমান্য করবে দুর্ঘটনা রোধের খাতিরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পটিয়া ইন্দ্রপুল এলাকায় মহাসড়কে লবণের পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে হতাহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ২ বছরে প্রায় ৩০ জন লোকের প্রাণহানি ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন