শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাওলানা নেছার আহমাদের জন্য দোয়া কামনা

হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

চাঁদপুরের হাজীগঞ্জের শ্রীপুরের কৃতি সন্তান ও চাঁদপুর সদর উপজেলার মান্দারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমাদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীতে চিকিৎসাধীন। একই ঘটনায় তার ব্যক্তিগত গাড়ির চালক ও সহকারী গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে গত ২৫ মার্চ রাতে।
জানা যায়, ঘটনার দিন মাওলানা নেছার আহমাদ মতলবের একটি মাহফিল শেষে সদর উপজেলার রামপুর আদর্শ আলিম মাদরাসা মাহফিলে যোগদানের জন্য রওয়ানা হন। পথিমধ্যে চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগী এলাকায় আসলে সড়কের ওপর মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।
রাতেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হলে সেখান থেকে কুমিল্লা- ঢাকায় রেফার করে। গতকাল এ সংবাদ লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে আহত অধ্যক্ষ মাওলানা নেছার আহমাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন