পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা, পরে বনবিভাগে খবর দেয় ।
স্থানীয়রা জানায়, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। জেলেদের জালের আঘাতে এক সপ্তাহ আগে এটি মারা যেতে পারে। এভাবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসায় উদ্বিগ্ন পরিবেশবিদরা।
ইউএসএইড ইকোফিস-২ ওয়ার্ল্ড ফিস›র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আজকে যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া এটা একটি পুরুষ কচ্ছপ। গত ১দিন আগেও একটি মা মৃত কচ্ছপ ভেসে এসেছে।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষ তারিকুল ইসলাম, জেলেদের অসচেতনতা এবং সমুদ্রের পরিবেশ নষ্টের ফলেই এসব কচ্ছপের মৃত্যু হচ্ছে। এর আগে সৈকতে এ বছর মোট ৮টি মৃত কচ্ছপ ভেসে আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন