শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভেঙে পড়ার ৪ মাস পরও নির্মিত হয়নি ব্রিজ

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে

নীলফামারীর সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশের পচানালার ওপর সেতুটি ভেঙে পড়ার ৪ মাস পেরিয়ে গেলেও একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে সচেতনমহল আশঙ্কা করছেন। সৈয়দপুরের আশপাশের এলাকা ছাড়াও পার্বতীপুর, বদরগঞ্জ, তারাগঞ্জ প্রভৃতি এলাকার লোকজন সহজপথে শহরে আসার জন্য এই পথটি ব্যবহার করে থাকেন। এছাড়া রংপুর ও আশপাশের যাত্রীরা যানজট ছাড়াই খুব সহজে বিমানবন্দরে পৌঁছতে পারেন। প্রায় মাস খানেক একটি বালু বোঝাই ট্রাক সেতুটি পারাপারের সময় ট্রাকসহ সেতুটি ভেঙে নিচে পড়ে যায়। (সাবধান! সেতু ভাঙা, চলাচল বন্ধ) এই সাইনবোর্ড লাগিয়ে পৌরসভা দায়িত্ব সেরেছেন। পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতের কথা বিবেচনা করে এলাকাবাসী বাঁশের সাঁকোটি তৈরি করেন। পৌরসভা, নাকি পানি উন্নয়ন বোর্ড, না সড়ক ও জনপথ বিভাগ কিংবা স্কুল কর্তৃপক্ষকে সেতুটি নির্মাণ করবেন এনিয়ে চিঠি চলাচালি হয়েছে অনেক। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে সেতুটি নির্মাণের দায়িত্ব নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চলতি অর্থবছরেই গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ করা হবে বলে সূত্র জানিয়েছে। সেতুটি না হওয়ায় এই পথে চলাচলকারী পথচারীসহ শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। মাঝে-মধ্যে ছোটো-খাটো দুর্ঘটনাও ঘটছে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন